পিছিয়ে পরা রাখাইন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন এমপি মহিব
প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬এপ্রিল।। সমুদ্র উপক‚লীয় পটুয়াখালীর কলাপাড়ায় পিছিয়ে পরা রাখাইন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বেরে সামাজিক দূরত্ব বজায় রেখে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদসদ্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি অসহায় ও দুস্থ্য ২৫ রাখাইন পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন। একই সময় ১৮ বেদে পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, উপজেলা ঘর্নীঝড় প্রস্তুতি কর্মসূচী সহকারী পরিচালক মো.আছাদুজ্জামন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান শিমুসহ প্রিন্ট ও ইলেক্টোনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমপি মহিব বলেন,করোন পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাই তিনি সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছেন।