মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় দশমিনায় পাঁচ দোকানীর ১লক্ষ ১৮হাজার জরিমানা
প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনা বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৫দোকানীর ১লক্ষ ১৮হাজার টাকা জড়িমান করেছে । বুধবার বিকাল ৫টায়। পটুয়াখালীর দশমিনা উপজেলার বাজারে অভিযান চালিয়ে নকল, বেজাল ওষুধ ও মেয়াদ উত্তির্ন ওষুধ রাখার অপরাধে পাঁচ ফামের্সী দোকানীর ১লক্ষ ১৮হাজার টাকা জরিমানা আদায় জাতীয় ভোক্তা অধিকার।
বুধবার বিকাল ৫টায়। অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। জরিমানা প্রাপ্তরা সজিব মেডিকেল ৫হাজার, ইশিতা মেডিকেল ৫০হাজার, বিভা মেডিকেল ৫০হাজার, মোল্লা মেডিকেল১০হাজার, হাওলাদার মেডিকেলকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, নকল, বেজাল ও মেয়াদ উত্তির্ন ওষুধ রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার সংরক্ষন আইনরে ৪১ ধারায় তাদরে এ জরমিানা করা হয়েছে। অভিযানে থানা পুলিশ ও সংশ্লিষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।