গলাচিপায় রাস্তার উপর বেড়া দিয়ে হাঁটা চলাচলে বাঁধা
প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় রাস্তার উপর বেড়া দিয়ে হাঁটা চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তলতলী ইউনিয়নের উলানিয়া বাজারে বুধবার সকালে। এ বিষয়ে মিজান খলিফা জানান, মোসাঃ রিনা বেগম, মোঃ বাবুল হাওলাদার, মোসাঃ সারমিন বেগম, মাসুম হাওলাদার এরা একত্রিত হয়ে আমাদের চলাচলের রাস্তার উপর বেড়া দিয়ে হাঁটা চলাচল বন্ধ করে দিচ্ছে। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছি না।
এ বিষয়ে ইউপি সদস্য জসিমউদ্দিনকে জানিয়েছি। ইউপি চেয়ারম্যান আবু জাফর খানের কাছে লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান। উল্লেখ্য গত ৯ এপ্রিল মিজান খলিফার ছেলে আইয়ুব খলিফা (২২) কে মারধর করায় থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছে আইয়ুব খলিফার বাবা মিজান খলিফা। যাহার গলাচিপা থানায় মামলা নং-১০ তারিখ ০৯/০৪/২০২০ খ্রিঃ। উক্ত মামলার জের ধরে আসামীরা উত্তেজিত হয়ে রাস্তার উপর বেড়া দেয়।
এখন মিজান খলিফার পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। এ বিষয়ে ইউপি সদস্য জসিম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, তারা উভয়ই পরস্পর আত্মীয় স্বজন। তারপরেও আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব। ইউপি চেয়ারম্যান আবু জাফর খান বলেন, ঘটনাস্থলে চৌকিদারকে পাঠানোর ব্যবস্থা করছি এবং ইউপি সদস্যকে বলেছি বিষয়টি দেখতে।