রাজধানীর বাড্ডায় বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০

রাজধানীর উত্তর বাড্ডা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস পোশাক শ্রমিকরা। বুধবার সকালে সামসুর রিজিয়া ফ্যাশনস লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরে কারখানা কর্তৃপক্ষ ২০শে এপ্রিল এরমধ্যে বাড্ডার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে কাউন্সিলরের আশ্বাসে অবরোধ তুলে চলে জান আন্দোলনরত শ্রমিকরা। বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হন শ্রমিকরা। করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।

আজ  বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বাড্ডা, মিরপুর, ভাষানটেক ও উত্তরার দক্ষিণখানে ১০টিরও বেশি প্রতিষ্ঠানের পোশাকশ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। এরমধ্যে বাড্ডার শ্রমিকরা বেতন-ভাতা পরিশোধে কাউন্সিলরের আশ্বাসে অবরোধ তুলে চলে গেলেও রয়ে গেছে বাকি স্থানে আন্দোলনরত শ্রমিকরা।

 

আপনার মতামত লিখুন :