যশোর অভয়নগরে ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক
প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০
মোঃ রাসেলল ইসলাম, স্টাফ রিপোর্টার:-যশোর অভয়নগরে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মোঃ শাহ আবিদ কামরান(১৯)নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। মঙ্গলবার(১৪ই এপ্রিল)বিকালে অভয়নগর থানাধীন নওয়াপাড়া পীর বাড়ী সরদার ফিলিং স্টেশন প্রাঃ লিঃ এর সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন,যশোরের অভয়নগর থানাধীন নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ্ফরিদ জাহাঙ্গীরের ছেলে মোঃ শাহ আবিদ কামরান(১৯)।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩,যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এবং স্কোয়াড কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পীর বাড়ী সরদার ফিলিং স্টেশন প্রাঃ লিঃ এর সামনে যশোর টু খুলনা গামী পাঁকা রাস্তার উত্তরপাশে অভিযান পরিচালনা করে একটি আমেরিকার তৈরি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ শাহ আবিদ কামরান নামে এক যুবককে আটক করা হয়।আটককৃত আসামী ও জব্দকৃত আলামত যশোর অভয়নগর থানায় হস্তান্তর এবং আর্মস এ্যাক্ট (১৮৭৮ এর ১৯অ)ধারায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।