জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যাণের শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক: শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা আবারো সব পুরাতন গ্লানি মুছে, সব জরা ঘুচিয়ে সময় এসেছে নতুন বাংলা বছর বরণের। দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪২৭। বাংলা ঐতিহ্য ও সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব হল এই বাংলা নববর্ষ উদযাপন। তাই প্রতি বছরই গোটা বাঙালি জাতি সকল ধর্ম, বর্ণ, বিভেদ ভুলে উদযাপন করে বাংলা নতুন বছরকে। সব গ্লানি, বেদনা, অপ্রাপ্তি ভুলে আনন্দে ভাসবে গোটা দেশ।
তবে এবারই প্রথম বাংলা নতুন বছরকে ঘরে বসে বরণ করতে হবে আমাদেরকে। কারণটাও নিশ্চই অজানা নয়। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাদ যায়নি এই বর্ষ। তাই অন্যান্য দেশের মতো আমাদের দেশেও চলছে লকডাউন। জনসমাগম এড়াতে সকল প্রকার ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রোগ্রামসহ স্কুল, কলেজ, অফিস, আদালতও বন্ধ ঘোষণা করা হয়েছে। এবারই প্রথম হয়ত উৎসবপ্রিয় বাঙালিকে উদযাপন করতে হবে ঘরে বসে থেকে। এই আনন্দ উদযাপনের তাই রঙ ছুঁয়ে যাবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে।
বিভিন্ন উৎসবে একে অপরকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াগুলোর এখন বিকল্প নেই। জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিস্ঠাতা চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির,জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের সকল সদস্য।