খানসামায় সাংবাদিকদের পিপিই দিলেন এ্যাডভোকেট সোয়েব হোসাইন সিজু

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০

মোঃ মজনু আলম খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে দিনাজপুরের খানসামায় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে কর্মরত সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সুরঞ্জাম (পিপিই) দিলেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট সোয়েব হোসাইন সিজু।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালের উপজেলার সখিনা-ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি খানসামা উপজেলায় কর্মরত ১৫জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে পিপিই প্রদান করেন।এ্যাডভোকেট সোয়েব হোসাইন সিজু বলেন,করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়টি বিবেচনা করে তিনি ব্যক্তিগত অর্থায়নে সাংবাদিকদের পিপিই দেওয়া হয়। এ্যাডভোকেট সোয়েব হোসাইন সিজু উপজেলার তেবাড়িয়া গ্রামের আলহাজ¦ মো.ফজলুল হক মাস্টারের ছেলে।

 

আপনার মতামত লিখুন :