পটুয়াখালীর গলাচিপায় সিপিপি’র মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভায় ১০ সিপিপি’র মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে চাল, ডাল, আলু, তেল, সাবান বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন। গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের ১০ জন সিপিপি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
সিপিপি সদস্য টিটু বলেন, করোনা ভাইরাস রোধে গলাচিপা পৌরসভায় ৯টি ওয়ার্ডে আমরা সিপিপি সদস্যরা প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত হ্যান্ড মাইক দিয়ে সচেতনমূলক প্রচারণা চালাই এবং সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলি। পৌরসভার ভিতরে কোন গাড়ি যাতে ঢুকতে না পারে সে দিকে লক্ষ্য রাখি।