পটুয়াখালীর গলাচিপা পৌরমেয়রের ত্রাণ বিতরণ
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন বিভিন্ন পেশার অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন পৌরমেয়র আহসানুল হক তুহিন। মঙ্গলবার সকাল ১১ টায় প্রথমে পৌরসভাধীন ১নং ওয়ার্ডসহ অন্যান্য ওয়র্ডে হত দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫শত কর্মহীন বিভিন্ন পেশার মানুষের মাঝে জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে হত দরিদ্রদের জন্য ত্রাণ বিতরণ করা হচ্ছে। আপনারা সকলে সামাজিক দূরত্ব বজায় রাখবেন, কিছুক্ষন পর পর ২০ সেকেন্ড ধরে হাত ধুবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন, ঘর থেকে কেউ প্রয়োজন ছাড়া বের হবেন না।
তিনি আরো বলেন, গলাচিপা পৌরসভায় ৯টি ওয়ার্ডে প্রতিটি বাড়িতে মশার উপদ্রব এবং করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। পৌরসভার প্রধান প্রধান সড়কগুলোতে দুটি লড়ি গাড়ি দিয়ে বিসিং মিশ্রিত পানি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।