মারা গেলে বিয়ের পোশাক পরিয়ে দিতে বললেন মিয়া খলিফা
প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০
করোভাইরাসের সংক্রমণে টালমাটাল বিশ্ব। এর মধ্যে নিজের বিয়ের পোশাক নিয়ে হাজির হলেন লেবানীয় পর্নস্টার মিয়া খলিফা। তিনি মারা গেলে বিয়ের জন্য যে ১২টি পোশাক কিনেছেন তার একটি পরিয়ে সমাহিত করার অনুরোধ করেছেন তিনি। করোনাভাইরাসের কারণেই নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন মিয়া খলিফা। চলতি বছরের জুনে তার বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার।
বিয়ে পেছানোর এ খবর নিজেই জানিয়েছেন তিনি। এক আগেঘন পোস্টে মিয়া খলিফা লিখেছেন, ‘রবার্টের সঙ্গে বিয়ের আগেই যদি পৃথিবী শেষ হয়ে যায়, আমি মারা যাই! তাহলে আমার আলমারিতে রাখা বিয়ের ১২ টি পোশাকের যেকোনো একটি আমাকে পরিয়ে দিও। এই পোশাকগুলোই বিয়েতে পরব বলে ঠিক করেছিলাম। জুন মাসে আমাদের বিয়ের কথা ছিল।
এ পোস্টে মিয়া খলিফাকে হোয়াইট স্লিট গাউন পরা দেখা যাচ্ছে। গতবছর মার্চে মিয়া খলিফাকে প্রোপোজ করেন সুইডিশ শেফ রবার্ট স্যান্ডবার্গ। এ বছরের জুনে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের।