ত্রাণ চোরদের উদ্দেশে পুলিশের নতুন আইজিপি কড়াবার্তা

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০

ত্রাণ চুরির আর একটি ঘটনা ঘটলে আইন শৃঙ্খলাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছেন র‌্যাবের বিদায়ী মহাপরিচালক বেনজীর আহমেদ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব নেবার আগে অনলাইন ব্রিফিং এ তিনি আরো বলেন, বর্তমানে যেহেতু ওষুধের দোকানগুলো খোলা আছে, তাই তাদের যথাযথ সুরক্ষা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

বেনজীর আহমেদ বলেন, সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেয়া হবে না। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্য সমান। তাই সর্ব সাধারণের জন্য অনুরোধ থাকবে, এই সংকটের মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই দায়িত্ব কেবল একার নয়, সবার। এ সময় তিনি আরো বলেন, ‘ঘরে থাকবেন, না-কি কবরে থাকবেন’ এই সিদ্ধান্তটা আপনার।’

আপনার মতামত লিখুন :