কলাপাড়ায় কর্মহীনদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মী
প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা জনগোষ্টির বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখার ছাত্রলীগ কর্মীরা পাঁচ দিন ধরে নিজেস্ব অর্থায়নে চাল, ডাল, তেল, পিয়াজ, আলু, সাবানসহ খাদ্য সামগ্রি বিতরণ করেছেন তারা। ইতিমধ্যে পৌর শহর ও উপজেলার টিয়াখালী ইউনিয়নের প্রায় দুই শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ওইসব কর্মহীন হয়ে পরা মানুষের হাতে এসব খাদ্য সামগ্রি তুলে দেন।
এসময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও ঘরে থাকতে অনুরোধ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
কলাপাড়া কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও মানুষের কল্যানে কাজ করে। তাই করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা জনগোষ্টির বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক পরিবারকে আমাদের নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতে দেশের ক্রান্তিলগ্নে এ ধারা অব্যাহত থাকবে বলে এই ছাত্রলীগ নেতা জানিয়েছেন।