রাঙ্গাবালীতে উপজাতিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০

রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি: করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে ঘরবন্দি থাকা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কর্মহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তুলাতুলী রাখাইন পল্লীতে ৩২টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়।

তাত শিল্প, কৃষি ও মৎস্য পেশায় নিয়োজিত ওইসব পরিবারের ঘরে ঘরে গিয়ে উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবীদের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল প্রমুখ।

 

আপনার মতামত লিখুন :