রাজনৈতিক ফায়দা লুটতে না পেরে মেয়রের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে দাবী আওয়ামী লীগের
প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়রের বিরুদ্ধে চাল চুরির অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে পৌর আওয়ামী লীগ। ১৩ এপ্রিল সোমবার দুপুরে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়রের রাজনৈতিক সাফল্যে ইর্ষান্নিত হয়ে আ’লীগে অনুপ্রবেশকারী রাজনৈতিক কুচক্রি মহল সামাজিক ও রাজনৈতিক ভাবে সুনাম ক্ষুন্য করার জন্য চাল চুরির মত এমন মিথ্যা প্রচারনা চালিয়ে আসছে।
পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কতিপয় রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সাংবাদিকদের কাছে মেয়র আঃ বারেক মোল্লার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে জনসাধারনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে পৌর আওয়ামী লীগের সভাপতি সহ দলীয় ভাবমুর্তি ক্ষুন্য করা হয়েছে।
এধরনের মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানিয়ে পৌর যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছে। বিবৃতিতে তারা ষড়যন্ত্রকারীদের কে অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তারা তথ্য প্রযুক্তি আইনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ারও কথা জানান।
প্রেসবিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আরো বলেন, মাননীয় মেয়র আঃ বারেক মোল্লা কুয়াকাটা সমুদ্র উপকুল সহ দক্ষিন জনপথের একজন জননন্দিত নেতা। সমুদ্র উপকুল বেষ্টিত বৃহত্তম লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌর এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে একটি পরিচিত মুখ।
তাকে এক নামে সবাই চেনে। জামাত বিএনপি জোট সরকারের সময়ে কারাভোগ সহ শত নির্যাতনকে মোকাবেলা করে আওয়ামী লীগ এবং দলীয় নেতাকর্মিদের ছায়ার মত আগলে রেখেছেন। সরকারী দলের ক্ষমতাসীন নেতা হওয়া সত্তে¡ও তিনি কখনো ক্ষমতার অপব্যবহার করেনি। সিডর,আইলা সহ বিভিন্ন দূর্যোগের ত্রানের ঘর এবং কোটি কোটি টাকার সরকারী খাদ্য সহায়তা দরিদ্র জন গোষ্টির মাঝে স্বচ্ছ ভাবে বন্টন করেছেন। তার বিরুদ্ধে ত্রান চুরি বা কোন ধরনের অপকর্মের প্রমান পাওয়া যায়নি।
পৌর আওয়ামী লীগ নেতা ও শহীদ মুক্তিযোদ্ধা সুলতান শেখ’র ছেলে জয়নাল শেখ বলেন, পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী কতিপয় ভূমি দস্যু ও সুবিধাবাদী রাজনৈতিক চক্র প্রতিহিংসা বসত চাল চুরির মিথ্যা অপবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। জয়নাল শেখ আরো বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরা ভূমি দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধের সাথে জরিত হয়ে সাধারন মানুষকে হয়রানী করছে। এসবে বাধা দেওয়ার কারনে পৌর মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। তার রাজনৈতিক জীবনের ৪০ বছরের মধ্যে মেয়রের নামে কোন দূর্নীতির প্রমান নেই।
প্রেসবিজ্ঞপ্তিতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনির আহম্মেদ ভূইয়া জানান, জেলেদের ভিজিএফ’র চাল জেলেরা সবাই সঠিক ভাবে পেয়েছে। চাল বন্টণে কোন ধরনের অনিয়ম হয়নি। তারপরও একটি পক্ষ আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়রকে নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালচ্ছে।
তিনি বলেন, মেয়র আঃ বারেক মোল্লা একজন সৎ নিষ্ঠাবান মানুষ। দীর্ঘ বছরের তার রাজনৈতিক অর্জণকে খাটো করতে এমন প্রচারণা চালানো হচ্ছে। তিনি এমন ঘৃন্য অপরাজনীতি বন্ধের আহবান জানান। অন্যথায় জেলা,উপজেলা নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।