পটুয়াখালীর দশমিনায় ইউএনও’র খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দশমিনায় আশ্রায়নের ৮৪টি পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস। রোববার সকালে আশ্রায়নে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন।

জানা যায়, উপজেলার সৈয়দ জাফর আদর্শ গ্রাম, আলীপুর গুচ্ছ গ্রাম, পশ্চিম আলীপুর আশ্রায়ন প্রকল্প, কাটাখালী আশ্রায়ন প্রকল্পের বসবাসরত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রী বিতরনকালে জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন ভুট্টো, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কাজী লিপি মনি এবং স্ব-স্ব ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, আ’লীগের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন,সরকারের নির্দেশনা মেনে বাসায় থাকুন খাদ্যে সমস্যা হলে মুঠোফোনে কল করলে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। কর্মহীন মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

 

আপনার মতামত লিখুন :