চাঁপাইনবাবগঞ্জে অন্য জেলা থেকে আগতদের বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইন’ লিখে দিচ্ছে পুলিশ
প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন জেলা থেকে আসা মানুষদের বাড়ি বাড়ি চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইন লিখে দিচ্ছে পুলিশ। গত কয়েকদিনে ঢাকা ও নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসা ৭১ জনের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (স্ক্রিনিং) করা হয়েছে।
তাদের দেহে করোনার উপসর্গ পাওয়া যায়নি। নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবেন তারা এখন। যারা হোম কোয়ারেন্টাইন মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৪৭ জন, গোমস্তাপুর উপজেলায় ৪ জন, ভোলাহাট উপজেলায় ৫ জন, নাচোল উপজেলায় ১ জন ও সদর উপজেলার ১৪জনের বাড়িতে হোম কোয়ারেন্টাইন লেখা হয়েছে।
ডিসট্রিক্ট পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা গেছে, জেলার বাইরে থেকে যারা এসেছে তারা সকলে নিজনিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে। তাদের বাড়িতে শনিবার থেকেই বাড়ির দেয়ালে হোম কোয়ারেন্টাইন লিখে দিচ্ছে পুলিশ। যাতে এলাকার সকলে জানতে পারে এ বাড়িটির সদস্য জেলার বাইরে থেকে এসেছে। পুলিশের এ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছে এলাকার মানুষ। -কপোত নবী।