কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী নিয়ে প্রতিটি বাড়িতে যাচ্ছেন আমিরুল আলম মিলন এমপি
প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির. সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণঘাতি করোনায় কর্মহীন মানুষের খাদ্য সামগ্রী নিয়ে প্রতিটি বাড়িতে যাচ্ছেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
রোববার বিকেলে উপজেলার কুঠিবাড়ি আশ্রয়ন কেন্দ্রের ৪০ পরিবার ও নদীগর্ভে বিলীন হওয়া ৮টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা রনজিৎত কুমার ঘরাই, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
একই দিনে দুপুরে সংসদ সদস্য এ্যাড. মিলন বনগ্রাম ইউনিয়নে ২শ’ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তার পক্ষে পুটিখালী ও হোগলাপাশা ইউনিয়নে ৬শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না, আওয়ামী লীগ নেতা আব্দুল রাজ্জাক।
সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেন, করোনা প্রতিরোধে সকলে নিজ গৃহে অবস্থান করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি সাধারণ মানুষের গৃহে নির্দিষ্ট সময়ে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।