রাজধানীর উত্তর বাড্ডায় দূরত্ব বজায় না রেখে টিসিবি’র পণ্য কিনছেন ক্রেতারা
প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। করোনাভাইরাস মোকাবেলায় অঘোষিত লকডাউনের মাঝে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ রবিবার দুপুরে রাজধানীর উত্তর বাড্ডায় এলাকায় লাইনে দাঁড়িয়ে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় না রেখে টিসিবি’র পণ্য কিনতে দেখা গেছে ক্রেতাদের।
টিসিবি চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও পিয়াজ ভর্তুকিমূল্যে বিক্রি করেছে। এদিন সামাজিক নিরাপদ দূরত্ব বজায় না রেখে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। করোনার প্রভাবে খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে পণ্য কিনতে সামাজিক নিরাপদ দূরত্ব না মেনে নারী-পুরুষরা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনেন।
প্রাণঘাতী করোনার কারণে দেশে অঘোষিত লকডাউন থাকায় চারদিকে যে সংকট তৈরি হয়েছে এর মধ্যে টিসিবির পণ্য নিম্নমধ্যবিত্তের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে। তবে অনেক জায়গায় টিসিবির পণ্য কিনতে ক্রেতারা লাইনে গাদাগাদি করে সামাজিক নিরাপদ দূরত্ব মানছেন না বলে অভিযোগ রয়েছে।