নারায়ণগঞ্জে মাজেদের লাশ দাফনে কলঙ্ক মুক্ত হলো ভোলা

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২০

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের লাশ ভোলায় নয়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাফন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ফাঁসির রায় কার্যকর করার পর সব আনুষ্ঠানিকতা শেষে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

মাজেদ এবং তার পরিবারের ইচ্ছা অনুযায়ী গ্রামের বাড়ি ভোলায় তার লাশ দাফন হওয়ার কথা ছিল। কিন্তু ভোলার স্থানীয় জনগণ মাজেদের লাশ সেখানে দাফন করতে দেবে না জানিয়ে বিক্ষোভ করে। পরে পরিবারের সিদ্ধান্তে রোববার (১২ এপ্রিল) ভোরে গোপনে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাজেদের লাশ দাফন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :