ঝিনাইদহে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজ মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে গোল বৃত্ত একে আগতদের কাছে খাবার পৌঁছে দেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান।
৫ কেজি চাল, ১ কেজি আলু, তেল, ডাল ও সাবান পেয়ে খুশি হতদরিদ্র ৬০টি পরিবার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, ডাকবাংলা ক্যাম্পের ইনচার্জ মকলেসুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।