এবার অসহায় মধ্যবিত্তের পাশে “লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ” (ল্যাব)

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০

নিউজ ডেস্ক: লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব) ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের খেটে খাওয়া অসহায় মধ্যবিত্ত মানুষের মাঝে, চাল, ডাল, তৈল, পিয়াজ, ও আলুসহ মোট আট কেজি করে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে, এ বিষয়ে লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব হৃদয় হাসান বলেন, যারা মধ্যবিত্ত বা নিন্মমধ্যবিত্ত পরিবারের লোক তাদের সমস্যা সবথেকে বেশি।

তারা কারো কাছে হাত পেতে কিছু চাইতেও পারে না, এবং তাদের কে কেউ ত্রান বা সাহায্য সহযোগিতা দিতে ও এগিয়ে আসে না, বেচে থাকার লড়াইয়ে তারাই সবথেকে বেশি পিছিয়ে পড়ে, তাই সংস্থার পক্ষ থেকে তাদের তালিকা তৈরি করে লোকচক্ষুর অন্তরালে তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়, তিনি আরো বলেন, সারা দেশে লিগ্যাল এ্যাকশন বাংলাদেশ (ল্যাব) ফাউন্ডেশনের যতগুলো শাখা রয়েছে, সব শাখা প্রধানদের নির্দেশ প্রদান করা হয়েছে, এসব মধ্যবিত্ত বা নিন্মমধ্যবিত্তদের তালিকা তৈরি করে তাদের কে সহায়তা করতে, এবং উক্ত সহায়তা প্রদানের সময় ছবি বা সেল্ফি না তোলার জন্যও অনুরোধ করা হয়েছে।

তিনি সমাজের সকল বিত্তশালী লোকদেরকে এই মহা দূর্যোগের সময় অসহায় মানুষের পাশে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন এবং তিনি মনে করেন সামর্থবানরা মানুষের পাশে থাকলে এ মহামারী আমরা কাটিয়ে উঠতে পারবো। উক্ত কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিলেন – আকাশ হোসেন, সামসুদ্দোহা পিন্টু, মিহির বড়ুয়া, কামাল হোসেন ও অন্যান্য স্বেচ্ছাসেবক গন।

 

আপনার মতামত লিখুন :