অনাথ, ঠিকানাবিহীন ও ক্ষুধার্থ মাঝে দশমিনায় শুকনা খাবার বিতরণ
প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনায় সরকারি কলেজ ছাত্রদলের উদ্যেগে উপজেলার চর বোরহানব্যতীত ৬টি ইউনিয়ানের ১শ” ৬০জন অসহায় ভাসমান, অনাথ, ঠিকানাবিহীন এবং ক্ষুধার্থ মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয় । শনিবার সকালে বাঁশবাড়িয়া ইউনিয়ানে বিতরন করা হয় । শুকনা খাবার বিতরনে উপস্থিত ছিলেন আবু তালহা তুহিন, হাসান মৃধা, নোবেল খান, মাহমুদ, করিম, রিদয়, রিফাত, লিংকন জুয়েল, স্ব-স্ব ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আবুল বসার, এই বিপদের সময় সকলকে এগিয়ে আসতো তাহলে অসহায় ভাসমান, অনাথ, ঠিকানাবিহীন এবং ক্ষুধার্থের খুব উপকার হতো। দশমিনা উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল বশির বলেন, আমরা সব সময়ে সকল মানুষের বিপদে পাশে ছিলাম আগামীতেও থাকবো তিনি আরো বলেন কলেজ ছাত্রদলের উদ্যেগ সুন্দর হয়েছে তারা ওর্য়াড পযন্ত খাবার গুলো পৌঁছাতে সক্ষম হয়েছে। আমাদের এ ধারাবাহিকতা চলমান থাকবে বলেও জানান।