ব্রিটেনে গত ২৪ ঘন্টায় সর্বাধিক রেকর্ড সংখ্যক মৃত্যু-৯৮০ মোট সংখ্যা-৮,৯৫৮ জনে
প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০
ইয়াসমিন আক্তার, লন্ডন প্রতিনিধি: শুক্রবার ১০ এপ্রিল দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৯৮০ জন। (পরিসংখ্যান সূত্র-স্কাই নিউস) এর আগে সর্বাধিক ছিলো গত ৮ এপ্রিল বুধবার ৯৩৮ জন, গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেছিলেন ৮৯১জন। এ নিয়ে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌছেছে ৮,৯৫৮- জন।
এ সংক্রমন শুরুর থেকে আজকের সংখ্যাটি সর্বোচ্চ ভূমিকা রেখেছে। এনএইচএস প্রকাশ করেন ইংল্যান্ডের সর্বশেষতম চব্বিশ ঘন্টার মধ্যে যুক্তরাজ্যের করোনা ভাইরাসে হাসপাতালে মৃত: রোগীর সংখ্যা- ৮৬৬ মোট ৮,১১৪ এ পৌঁছেছে। এদিকে স্কটল্যান্ডে শুক্রবার আরও ৪৮, উত্তর আয়ারল্যান্ডে ১০, ওয়েলস আরও ২৯ জন মৃত্যু বরণ করেছে।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে শুক্রবার মৃতদের বয়স ২৭ থেকে ১০০ বছরের মধ্যে ছিল। এর মধ্যে ৫৬ জনের পূর্বে কোন শারীরিক অসুস্থ্যতা ছিলনা। ব্রিটেনে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা-৭০, ২৭২ জন।