কুয়াকাটায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন যুবলীগ নেতা সোহাগ
প্রকাশিত : ৯ এপ্রিল ২০২০
আনোয়ার হোসেন আনু,কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর কুয়াকাটায় করোনা ভাইরাসে লকডাউনে থাকা কর্মহীন, দূস্থ্য-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্য বিদায়ী সহ-সম্পাদক এ্যাড.মোঃ সামীম আল সাইফুল সোহাগ। ৯এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে কুয়াকাটা প্রেসক্লাব চত্তরে অর্ধশতাধিক দরিদ্র মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিজনকে ৫ কেজি চাল, ১ কেজি সয়াবিন, ১ কেজি ডাল ও ১ কেজি আলু দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ ও সাংবাদিক হোসাইন আমির প্রমুখ। এর আগে তিনি মৎস্যবন্দর আলীপুর-মহিপুর,চাপলী বাজার,বাবলাতলা বাজার সহ উপকুলের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী ও মাক্স বিতরণ করেন।
এ্যাড.মোঃ সামীম আল সাইফুল সোহাগ বলেন, নিজে বাচুঁন, অন্যকে বাচঁতে সহায়তা করুন। নভেল করেনা ভাইরাস একটি মহামারী রোগ। প্রাণঘাতি এ রোগ থেকে মুক্তি পেতে সরকারের দেয়া নিয়মকানুন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি আরো বলেন, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন।