রাজাপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, নিরাপত্তাহীনতায় পরিবার
প্রকাশিত : ৯ এপ্রিল ২০২০
রহিম রেজা, ঝালকাঠি থেকে: ঝালকাঠির রাজাপুরে গালুয় দুর্গাপুরে ২৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে অভিযোগে রাজাপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই প্রতিবন্ধীর মা বাদি হয়ে রাজাপুর থানায় একই এলাকার মোঃ রুস্তুম হাওলাদারের বখাটে ছেলে সুজন হোসেন (২০) কে আসামী করে মামলা দায়ের করেন। ওই প্রতিবন্ধীর মায়ের অভিযোগে জানা গেছে, ৭ মার্চ কৌশনে যুবতীকে তার বাড়ির পাশের একটি বাগানে নিয়ে সেখানে বসে ধর্ষণ করে বখাটে সুজন।
পরে স্থানীয় মোঃ ইউসুরের প্রভাবশালী ছেলে দবির ও কবির ঘটনাটি দামাচাপা দিতে মিমাংশায় বসেন। বৃহস্পতিবার সকালে পুনরায় আবার শালিস মিমাংশায় বসে বখাটে সুজনকে জোতাপিটা করে। এতে সুজন ক্ষিপ্ত হয়ে যুবতীর পরিবারের ওপন হামলা চালায়। এরপর থেকেই ওই প্রতিবন্ধীর পরিবার নিরাপত্তাহীনতায় ভোগেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেন। তবে কাউকে আটক করতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, বখাটে সুজন এরকম ঘটান মেয়েটি সাথে আগেও কয়েক বার ঘটিয়েছে। তাও স্থানীয় ভাবে ধামাচাপা দেয়া হয়। রাজাপুর থানার এসআই ফিরোজ আলম জানান, এ ঘটনায় সন্ধ্যায় ওই প্রতিবন্ধীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। পুলিশ এলাকায় যাওয়ার পর থেকেই আসামী পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।