বেনাপোলে ভিক্ষুকের লাশ উদ্ধার: সৎকার করতে সার্বিক ব্যবস্থাপনায় পোর্ট থানা পুলিশ
প্রকাশিত : ৮ এপ্রিল ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল বাজার থেকে লক্ষী(৯০) নামে এক নারী ভিক্ষুকের লাশ উদ্ধার পোর্ট থানা পুলিশ। উদ্ধার লাশটি সৎকার করতে শ্বশানে পাঠালেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।বুধবার(৮ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল বাজারে নারী ভিক্ষুকের মৃতদেহ দেখে বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানান স্থানীয় ফার্মেসী থেকে। স্থায়ী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত বেনাপোল এলাকায় ভিক্ষা করতেন লক্ষী। অসুস্থ অবস্থায় বেনাপোল বাজার সংলগ্ন নুর শপিং কমপ্লেক্সের সামনে আজ ঘুমন্ত অবস্থায় তিনি মারা যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বেনাপোল বাজার থেকে একটি ফার্মেসি দোকানদার আমাকে ফোন করে জানান একজন নারী ভিক্ষুক মারা গেছে। এমন সংবাদে তাৎক্ষণিক আমি নিজে এসআই জাকির হোসেন,এসআই শফি আহমেদ রিয়েল ও সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল বাজার থেকে লাশটি উদ্ধার করি৷ পরে লাশটি সৎকার করার জন্য বেনাপোল পোর্ট থানাধীন পেঁচোর বাঁওড়ে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় লাশটির সৎকার করার ব্যবস্থা গ্রহন করা হয়।