মাদারীপুর কারাগারে করোনা এড়াতে ব্যাপক প্রস্তুতি
প্রকাশিত : ৮ এপ্রিল ২০২০
ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর কারাগার কর্তিপক্ষ করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে ব্যাপক সচেতনতামুলক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সর্তকতা হিসেবে কাড়াগাড়ে বন্দিদের সঙ্গে আত্বিয়দের সাক্ষাত সাময়িক বন্ধ ঘোষনা করা হয়েছে । কারাগাড়ের মুল ফটকে হ্যান্ড স্যানিটাইজার সহ ব্যাসিন বসানো হয়েছে যাতে সবাই পরিস্কার হয়ে ভিতরেন প্রবেশ করেন। বিশেষ দর্শনার্থীদের জন্য তিন ফুটের সামাজিক দুরত্ব বলায় তৈরী করা হয়েছে লাইনের জন্য।
কাড়াগাড়ের মূল গেটে হ্যান্ড স্যানিটাইজার সহ ব্যাসিন বসানো হয়েছে যাতে কারারক্ষীরা পরিস্কার হয়ে সামাজিক দুড়ত্ব বজায় রেখে ভিতরেন প্রবেশ করেন। মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শহিদুল ইসলাম আনন্দ টিভিকে জানান, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ি করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে কাড়াগাড়ের বিভিন্ন স্থানে স্যানিটাইজার সহ ব্যাসিন স্থাপন করেছি। সামাজিক দুড়ত্ব বজায় রেখে ভিতরেন প্রবেশ করছি,বেরহচ্ছি।