অসহায় গরীব মানুষের মাঝে চাল, ডাল, আলু ও তেলসহ স্বাস্থ্য সমগ্রী বিতরণ

প্রকাশিত : ৮ এপ্রিল ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: “বন্ধুর পাশে বন্ধু” সংগঠনটি ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচ নিয়ে গঠিত। এ ব্যাচের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সাধারণ গরীব অসহায় মানুষের মাঝে প্রতি শীত মৌসুমে বস্ত্র, কম্বল বিতরণ, নগদ অর্থ দানে তাদের পাশে আছে সব সময়। সত্তিকারের বন্ধুর পাশে যেন বন্ধুই।

বর্তমান দেশের ক্লান্তিকালে এবারও তারা বসে নেই। তাদের সাধ্য অনুযায়ী শতাধীক মানুষের তালিকা করে বুধবার সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় গরীব অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলু ও তেলসহ স্বাস্থ্য সমগ্রী বিলিয়ে দেন। সকাল ১১টায় কোটচাঁদপুর হাসপাতাল সড়কে ওই সংগঠনের নিজস্ব অফিস থেকে এই বিতরণের কাজটি করেন তারা।

এ সময় কালের কণ্ঠের কোটচাঁদপুর প্রতিনিধি কাজী মৃদুলের হাত দিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন। সে সময় সাথে ছিলেন আরেক প্রতিনিধি এমএম রায়হান উদ্দীন। “বন্ধুর পাশে বন্ধু” সংগনের সন্বনয়কারী তরিকুল ইসলাম তুহিন বলেন, আমরা শুধু দেশে’র মানুষের এমন দুর্দিনে নয়, দায়িত্ববোধ থেকে আমাদের সাধ্য অনুযায়ী নিজেদের অর্থে গরীব অসহায় মানুষের পাশে আছি সব সময় এবং থাকবো।

 

আপনার মতামত লিখুন :