শারীরিক দূরত্ব বজায় রেখে খাবার বিতরণে উদাহরণ সৃষ্টি করলেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম
প্রকাশিত : ৮ এপ্রিল ২০২০
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: প্রতিদিন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নি¤œআয়ের মানুষের মাঝে খাবার পৌছে দেওয়ার জন্য ছুটে চলেছেন পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।
এছাড়া শহর গ্রাম-গঞ্জের মানুষের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন তিনি। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করছেন। ০৭/০৪/২০২০ তারিখ ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ও কাশিপুর বেদে পল্লীর মানুষের নিকট খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ নিয়ে হাজির হন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম।
তিনি সবাইকে নিরাপদ দুরত্বে দাঁড় করিয়ে তাদের হাতে প্যাকেট ভর্তি খাবার তুলে দেন। শৃঙ্খলার সাথে খাবার বিতরণ করেন। তাদেরকে তিনি ঘরে থাকার পরামর্শ দেন। অন্যদিকে অনেক খাবার বিতরণ করছেন সেখানে শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। যা অত্যন্ত দুঃখজনক। পুলিশের কাছ থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত বলে অনেকেই মনে করেন ।