বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০
রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে ইমরান হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রোয়াংছড়ি থানার ৪ নং ওয়ার্ডের বেড়া বাজার পাড়ার মোঃ খায়রুল হোসেনের ছেলে । আজ ৭ এপ্রিল মঙ্গলবার সকাল দশটার দিকে পাঁচজন সহপাঠীসহ বেত ছড়া আর্মি ক্যাম্পের পাশে নদীতে গোসল করতে যায়।
গোসল শেষ করে উঠে আসার সময় তার অন্যান্য সহপাঠীরা নদী থেকে উঠে আসলেও ইমরানকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন তার সহপাঠীরা দ্রুত ইমরানের বাড়িতে গিয়ে তার মা বাবাকে বললে পরে স্থানীয় লোকজন ও আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা খোঁজাখুঁজি করার পরে সাঙ্গু নদীতে মৃত অবস্থায় তার লাশ খুঁজে পায়। লাশ বর্তমানে নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে।