শরীয়তপুরে যুবলীগের অতনু ও ছাত্রলীগের শাওনের নেতৃত্বে রিক্সা-ভ্যান-ট্রাক চালকদের খাবার বিতরণ
প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র নির্দেশে শরীয়তপুর পৌরসভা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অতনু ঘটক চৌধুরী ও জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওনের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্ব শরীয়তপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মনোহর বাজার মোড় পর্যন্ত সড়কের পাশে থাকা রিক্সা ভ্যান চালক অটোচালক ট্রাকচালকদের মাঝে তৈরি করা খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এ কার্যক্রম করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমির হোসেন খান। এছাড়াও এ কার্যক্রমে আরও সহযোগিতা করেন, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি রানা পাহাড়, সহ-সম্পাদক জাকির মহলদার, স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক সুমন বেপারী, পৌরসভা যুবলীগের সদস্য বর্ষন আহমেদ সাগর, ছাত্রলীগ নেতা বাবুল সদর অভি প্রমূখ।