ঝিনাইদহে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে শুরু হয়েছে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরে চাল বিক্রি। সোমবার সকাল থেকে জেলার ৬ টি উপজেলার ৬৭ টি ইউনিয়নে এ চাল বিক্রি শুরু হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম জানান, মঙ্গলবার থেকে চাল বিক্রি শুরু করার কথা থাকলেও করোনার কারণে সোমবার থেকে চাল বিক্রি শুরু হয়েছে।
এ মাসে জেলার ৬৭ টি ইউনিয়নে ১৩০ জন ডিলারের মাধ্যমে তালিকাভুক্ত ৪৩ হাজার ৫’শ ৭৯ জন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত চাল বিক্রি অব্যহত থাকবে।