মাদারীপুরে ফেনসিডিলসহ আবার ইউপি সদস্য মিন্টু গ্রেপ্তার

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০

মাদারীপুর প্রতিনিধি: মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদারীপুরে ৯ বোতল ফেনসিডিলসহ এক ইউপি সদস্য ও ৪ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজৈর উপজেলার টেকেরহাট এলাকা থেকে এদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

আটককৃতরা হলেন সদর উপজেলার মস্তফাপুর এলাকার মৃত হেলাল উদ্দিন শিকদারের ছেলে মনজুর হোসেন ওরফে মিন্টু শিকদার (৩৭), মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার (৩২) ও আ: হারুন মুন্সীর ছেলে সায়েম মুন্সী (২৯)। এছাড়া গাছবাড়িয়া এলাকার মৃত আবুল কাশেম মাতুব্বরের ছেলে সুমন আহম্মেদ মাতুব্বর (৩৩) ও আদমপুর এলাকার মৃত গিয়াস উদ্দিন মৃধার ছেলে মো: টিটু মৃধা (৪৫)। মিন্টু শিকদার মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মাদারীপুর সদর উপজেলা শাখার সভাপতি ও উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো: রবিউল ইসলাম জানান, মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পরে সেখান থেকে ইউপি সদস্য মিন্টু শিকদার, ইলিয়াস হাওলাদার, সায়েম মুন্সী, সুমন আহম্মেদ মাতুব্বর, টিটু মৃধাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয় বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদারীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সাংবাদিকদের জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। ইউপি সদস্য মিন্টু শিকদারকে আমরা এর আগেও একই বিষয়ে আটক করেছি। তিনি জামিনে বের হয়ে একই অপরাধ আবার করেছে। এ ঘটনায় অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে রাজৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।

 

আপনার মতামত লিখুন :