আ.লীগ নেতার হেফাজত থেকে ২১২ বস্তা চাল উদ্ধার
প্রকাশিত : ৬ এপ্রিল ২০২০
বগুড়ার সারিয়াকান্দিতে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে বিক্রির চাল নিজ হেফাজতে রাখার দায়ে আওয়ামী লীগ নেতা গাজিউল হক গাজীকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজিউল গক গাজী সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন।
সারিয়াকান্দি ইউএনও অফিস সূত্র জানায়, গাজিউল হক খাদ্য অধিদপ্তরের অধীনে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ডিলার। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া গোপন সূত্রে সংবাদ পান ওই চাল নির্ধারিত গুদামে না রেখে ডিলার বিভিন্নস্থানে তার নিজ হেফাজতে রেখেছেন। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন গুদামে ডিলারের হেফাজত থেকে ২১২ বস্তা চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দুরুল হুদা জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।