কুয়াকাটায় ৫’শ ৩০ জেলের মাঝে চাল বিতরণ
প্রকাশিত : ৬ এপ্রিল ২০২০
আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: কুয়াকাটা পৌরসভায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫’শ ৩০ জেলের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। জেলে প্রতি ৮০ কেজি করে চাল ৯টি ওয়ার্ডে সমন্নয়ের মাধ্যমে বিতরণ করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার উপস্থিতিতে এ চাল জেলেদের মাঝে বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন,কলাপাড়া উপজেলা দারিদ্র বিমোচন অফিসার সৈয়দ খালিদ আহম্মেদ, পৌর প্যানেল মেয়র মোঃ পান্না হাওলাদার, শাহ আলম হাওলাদার,কাউন্সিলর তানভীর জাহান মন্টু,তোফায়েল আহম্মেদ তপু সহ বিভিন্ন ওয়ার্ডর কাউন্সিলর বৃন্দ। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন, পৌর এলাকায় কার্ডধারী প্রায় দেড় হাজার জেলে রয়েছে।
এদের মধ্য থেকে বাছাই পূর্বক দূস্থ্য ও অসহায় ৫’শ ৩০ জেলের মাঝে ৮০ কেজি ভিজি করে এফ’র চাল বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের মহামারির সময় ভিজিএফ এর এ চাল পেয়ে জেলেরা খুবই খুশি হয়েছে। তিনি আরো বলেন, কার্ডধারী ছাড়াও অনেক জেলে রয়েছে। এসব জেলেদের নতুন করে ভিজিএফ’র আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের এখনই জরুরী উদ্যোগ নেয়া উচিত বলে পৌর মেয়র মনে করেন।