কলাপাড়ায় কর্মহীন ও দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিতিধি,০৬ এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনার পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা মানুষের সহায়তায় এগিয়ে এসেছে ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন। যারা লোকলজ্জার কারনে লাইনে দাঁড়িয়ে সহায়তা নিতে ইচ্ছুক না এমন অসহায় ব্যক্তিদের খুজে বের করে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন গৌরবজ্জ্বল ৯৯। সোমবার সকালে তারা প্রায় দেড় শতাধীক ব্যক্তির বাড়িতে বাড়িতে গিয়ে পৌছে দেন খাদ্য সহায়তা। এছাড়া বিকালে পৌর শহরের মিনি মার্কেট এলাকায় এস,এস,সি ব্যাচ আলোকিত ৯৬ সামাজিক সংগঠন হতদরিদ্র ও দুঃস্থ্য মানুষের মাঝে খাদ্য সহায়তা করেছে।

এদিকে করোনার কারনে কর্মহীন ও দুঃস্থ্য মানুষের সহায়তায় এগিয়ে এসেছে আরো একটি ব্যাচ ভিত্তিক সামাজিক সংগঠন এস,এস,সি অদম্য ৯৭। একই দিন বেলা ১১ টায় পৌর শহরের সদর রোডের তাদের নিজস্ব কার্যালয়ে কর্মহীন, নিম্ম মধ্যবিত্ত পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন, সাবানসহ বিভিন্ন খাবার সামগ্রী খাদ্য বিতরণ করেছে। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ , কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর , সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিন্টুসহ আরে অনেকে উপস্থিত ছিলেন।

এস,এস,সি অদম্য ৯৭ ব্যাচের সদস্য মো.মোহাজ্জেম হোসেন জানান, নিজস্ব উদ্যোগে প্রথম দফায় ৭০ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ১৬ বেদে পরিবারসহ পর্যায়ক্রমে দেড় শতাধিক অসহায় পরিবারকে এ সহায়তা দেয়া হবে বলে তিনি জানিয়েছে। এসএসসি ব্যাচ আলোকিত’র সম্ময়কারী শামীম উদ্দিন জাকারিয়া বলেন, যারা লোকলজ্জার কারনে লাইনে দাঁড়িয়ে সহায়তা নিতে ইচ্ছুক না এমন অসহায় ব্যক্তিদের খুজে বের করে আমরা তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি।

 

আপনার মতামত লিখুন :