প্রতিবন্ধীর মাঝে দশমিনায় ত্রান বিতরন
প্রকাশিত : ৬ এপ্রিল ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।। করোনার প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘর থেকে বের না হওয়ার লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়ানের উত্তর আরজ বেগী গ্রামের পরিমল চন্দ্র ও ইলিয়াস হাওলাদারকে পৃথক পৃথক দু’ প্রতিন্ধীর বাড়িতে গিয়ে ত্রান সামগ্রী পৌছে দেন। সোমবার বেলা ১২টায়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস প্রমুখ।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার দিন-রাত উপজেলার গ্রামগঞ্জে ঘুরে ঘুরে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি আরো বলেন, কর্মক্ষম মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের অগ্রধিকারের ভিত্তিতে তালিকা করে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।