করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৯
প্রকাশিত : ৬ এপ্রিল ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। এ ছাড়া নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত মোট ১১৭ জন শনাক্ত হলো। সোমবার দুপুরে করোনাভাইরাস নিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের রোগী ধরা পড়ে। এরপর থেকে একদিনে ২৯ জন করোনা রোগী পাওয়া সর্বোচ্চ সংখ্যা।
এর আগে রোববার একদিনে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। করোনাভাইরাসে পুরো বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৭৪ হাজার ৯৫৬ জন। অন্যদিকে রোববার সারাদিনে প্রাণ হারিয়েছেন ৬৯ হাজার ৪৯৮ জন। এর মাঝে ইতালিতে মারা গেছেন ৫২৫ জন, যা বিগত দুই সপ্তাহের মধ্যে দেশটির সর্বনিম্ন দৈনিক মৃত্যুর সংখ্যা। মৃত্যুহার কমেছে ফ্রান্সেও, সেখান প্রাণ হারান ৩৫৭ জন। এটি গত এক সপ্তাহের মাঝে সবচেয়ে কম সংখ্যায় দৈনিক প্রাণহানির ঘটনা।
জন হপকিন্স বিশ্বিদ্যালয় সূত্রে জানা যায়, মৃতের সংখ্যায় বিশ্বের মাঝে শীর্ষে আছে ইতালি, সেখানে মোট প্রাণহানি হয়েছে ১৫ হাজার ৮৮৭টি। এরপরেই দ্বিতীয় স্থানে আছে স্পেন, সেখানে মারা গেছেন ১২ হাজার ৬৪১ জন।