লোকসমাগম নয় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিলেন এমপি শাহজাদা
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীণ হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (সাজু) এমপি। তবে লোকসমাগম নয়, বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তিনি। শনিবার সন্ধ্যার পরে উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসাইন, কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান দুলাল চৌঃ। এসময় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামের দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়।