অদ্ভূত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০
আজ কি বার? কত তারিখ?? বার, তারিখের কোনো হিসাব থাকছে না। রাখতে চাইছিও না। শুধু চাইছি আমি, আমার প্রিয়-অপ্রিয়জনসহ দেশের সব মানুষ ভালো থাকুক- শারীরিকভাবে, মানসিকভাবে। করোনা সংক্রমণে পরীক্ষার প্রসার বেড়েছে।রোগীর সংখ্যাও বাড়ছে।
অসচেতন মানুষগুলো এখনও রাস্তায়!
সচেতন মানুষগুলো অস্থিরতায়, উৎকণ্ঠায়…
অদ্ভূত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ!
তবু জানি মেঘ কেটে যাবে- ঝলমলিয়ে উঠবে পৃথিবী-
বহুদিনের অবহেলা সয়ে একটু একটু করে রঙিন হয়েছে যে প্রকৃতি তা কিন্তু এই আঁধারেরই অবদান!
এই রঙিন আমরা সবাই মিলে উপভোগ করবো-
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিশ্বাস নেব প্রাণ ভরে-
সাগরের নীলে পা ভেজাব… পাহাড়ের নির্জনতায় শুনবো ঝিঁ ঝিঁ’র ডাক…
চান্নিপসর রাতে জোছনা মাখবো শরীরে… আর অমাবস্যার নিকষ কালো অন্ধকারে চিনে নেব আকাশের নাম না জানা তারাগুলো… শুধু অল্পক’টা দিনের অপেক্ষা।
আশার আলোকে জ্বলুক প্রাণের তারা, আগামীকালের প্রদোষ-আঁধারে ফেলুক কিরণধারা।
#একটি সুন্দর দিনের অপেক্ষায়
#stay home, stay safe
#আমাদের হাতেই আমাদের সুরক্ষা
#divided we stand united we fall
#করোনাবন্দী দিনগুলো
(ফেসবুক থেকে সংগৃহীত)