ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের চোখে “তারাও মানুষ”
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০
সমাজে এখনো অনেকে আছেন, যারা কিনা তৃতীয় লিঙ্গের মানুষের ভিন্ন দৃষ্টিতে দেখেন। কিন্তু ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের চোখে তারাও মানুষ। তাদেরও ক্ষুধা লাগে, খেতে হয়। এসব দিক বিবেচনা করে এই করোনায় ২০০ পরিবারকে সাহায্য করার পর এবার তৃতীয় লিঙ্গের মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন।
করোনাভাইরাসের এই দুর্দিনে তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। কদিন আগেই মোসাদ্দেক নিজ এলাকার ২০০ পরিবারকে খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করেছেন। এবার তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যেও খাদ্যদ্রব্য বিতরণ করলেন।
নিজের ফেসবুক স্ট্যাটাসে মোসাদ্দেক বলেছেন, ‘অনেকেই দেখছি গরিব অসহায় মানুষদের ত্রাণ দিচ্ছে। তবে আমি অনেকটাই নিশ্চিত, আমার পোস্ট দেখার পর অনেকেরই ওদের কথা মনে পড়বে। অনেকেরই মনে হবে, ওদের কথা তো ভাবাই হলো না, কিছু করা হলোই না। আমাদের সমাজে ওদের অবস্থান কোথায়, এ থেকেই বোঝা যাচ্ছে।’
করোনাভাইরাসের কারণে সব বন্ধ হয়ে যাওয়ায় আয় বন্ধ হয়ে গেছে তৃতীয় লিঙ্গের মানুষদেরও। সে জন্যই জাতি, ধর্ম, বর্ণ ভুলে সবাইকে সমানভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলছেন মোসাদ্দেক, ‘আমরা যেন ভুলে না যাই তাঁরাও আমাদের মতোই মানুষ। এই পরিচিতি কবে আমরা মন থেকে বিশ্বাস করব আমি জানি না। মানসিকতা পরিবর্তনের সময় এসে গেছে।