হত দরিদ্রদের মাঝে র্যাবের খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে পটুয়াখালীর গলাচিপায় বেদে সম্প্রদায়, অসহায় ও দুস্থদের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ২ টি সাবান, ১ কেজি বিøচিং পাউডার, ১ প্যাকেট গøুকোজ ও ১ টি মাস্ক বিতরণ করেছে র্যাব।
শনিবার সকাল ১০ টায় গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইস উদ্দিন।
এসময় তিনি বলেন, র্যাব সর্বদা মানব সেবায় নিয়োজিত থাকে। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে, মাস্ক পড়তে হবে এবং সবাইকে জনসমাগম এড়িয়ে চলতে হবে। তিনি আরো বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মরনব্যাধি ভাইরাস প্রতিরোধে আমরা সফল হবো ইনশাআল্লাহ।