পটুয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় গলাচিপা থানার সহায়তায় কর্মহীন ও গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন
প্রকাশিত : ৫ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ১১ এপ্রিল পযন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না।
এ ধরনের মানুষের সাহায্যার্থে মাননীয় পুলিশ সুপার পটুয়াখালী মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয়ের নির্দেশনায় গলাচিপা থানা পুলিশ এর সহায়তায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন গরীব অসহায় পরিবার এবং মুক্তির পথে পটুয়াখালী এর গলাচিপা থানা শাখার সদস্যদের অর্থাৎ আত্মসমর্পণ কৃত মাদকসেবী ও ব্যবসায়ীদের মাঝে চাল, ডাল, আলু, তেল খাদ্য সামগ্রী বিতরন করেন । এ সময় দুরত্ব বজায় রেখে থানার বিভিন্ন অফিসার ও স্টাফরা উপস্থিতি ছিলেন।
এসময় গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ বলেন, “মানুষ মানুষের জন্য, পুলিশ জনগনের বন্ধু, সেবাই পুলিশের ধর্ম” করোনার কারণে যে সব অসহায় মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছেন সেইসব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে পুলিশ। তিনি আরও বলেন, জনসচেতনতাই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র মাধ্যম। সামাজিক দূরত্ব বজায় রাখুন ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। এসকল কর্মহীন লোকজনের পাশে সমাজের বিত্তশালী লোকদের এগিয়ে আসতে হবে।