কর্মহীন ৮ শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ৪ এপ্রিল ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: করোনা পরিস্থিতিতে সারাদেশে গণ পরিবহন বন্ধ। কর্মহীন অবস্থায় অসহায় জীবনযাপন করছেন শ্রমিকরা। পরিবার পরিজন নিয়ে জীবন কাটাচ্ছেন কষ্টে। এই অবস্থায় বাগেরহাট বাসমালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে চাল, ডাল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড ভবনে ৮ শতাধিক শ্রমিকদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, বাগেরহাট আন্ত জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজুল ইসলাম, শেখ রেজাউল ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বাগেরহাট আন্ত জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বাকি তালুকদার বলেন, সরকারি নির্দেশনা মেনে পরিবহন শ্রমিকরা বাড়িতে অবস্থান করছেন। তারা কর্মহীন হয়ে পড়ায় স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় আমরা যৌথভাবে উদ্যোগ নিয়ে বাস চালক ও শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, সাবান বিতরণ করেছি।