যুক্তরাজ্য প্লেন যোগাযোগ খুলে দেওয়ার জন্য তাগিদ দিচ্ছে-পররাষ্ট্রমন্ত্রী মোমেন
প্রকাশিত : ৪ এপ্রিল ২০২০
মাসুদ হাসান মোল্লা রিদম, ঢাকা: ঢাকা-লন্ডন-ম্যানচেস্টার, লন্ডন-সিলেট প্লেন যোগাযোগ খুলে দেওয়ার জন্য যুক্তরাজ্য তাগিদ দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৪ এপ্রিল) নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাজ্য প্লেন যোগাযোগ খুলে দেওয়ার জন্য পীড়াপীড়ি করছে। অর্গানাইজেশন ফর ইকোনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সদস্য দেশগুলোও প্লেন যোগাযোগ খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছে।
ড. মোমেন আরও বলেন, ‘লন্ডনের সিলেট প্রবাসীরা অনুরোধ করেছেন, এই মুহূর্তে যুক্তরাজ্যের সঙ্গে প্লেন চলাচল যেন খুলে না দেওয়া হয়। প্লেন যোগাযোগ এখনই খুলে দিলে দেশে করোনা ভাইরাস বাড়তে পারে। সে কারণে দেশের স্বার্থেই প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে।’ পররাষ্ট্রমন্ত্রী জানান, ৭ এপ্রিলের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘অস্ট্রেলিয়াও আমাদের প্লেন যোগাযোগ খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছে। তবে মজার ব্যাপার হলো অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বের সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে’।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাজ্য বলছে, ঢাকা- লন্ডন প্লেন যোগাযোগ চালু থাকলে ইউরোপের দেশগুলো থেকে করোনার চিকিৎসার জন্য ডাক্তার-নার্স আসতে আমাদের দেশে আসতে পারবেন। মেডিক্যাল ইক্যুপমেন্টও নিয়ে আসা সম্ভব হবে। তবে প্লেন চলাচলের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।’