গলাচিপায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
প্রকাশিত : ৩ এপ্রিল ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নে এক হাজার হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বিশিষ্ট ব্যবসায়ী দাস এন্ড ব্রাদার্স এর মালিক শিবু লাল দাস। বৃহস্পতিবার দিনভর গলাচিপা খেয়াঘাটে খাদ্য সহায়তা প্রদান করেন।
এ সময় প্রত্যেক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু ও ৫০০ গ্রাম তেল প্রদান করেন। শিবু লাল দাস বলেন, করোনা ভাইরাস আতঙ্ক নয়, সকলে মিলে সচেতন হই। বাড়ি থেকে কেউ বের হব না, করোনা ভাইরাসে আক্রান্ত হব না। তিনি আরও বলেন, গলাচিপা উপজেলার হত দরিদ্রদের মাঝে সাবান ও মাস্ক দিচ্ছি এবং দিয়ে যাব।