ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় দারিদ্রের মাঝে খাদ্য সামগ্রী সাবান ও মাক্স বিতরন
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: করোনা ভাইরাসের প্রকপে বিশ্ব আজ স্তম্ভ, হোম কুয়ারেন্টাইন’ এ জাতি আজ আবদ্ধ, আর এই সংকটময়ে মানুষের পাশে দাড়ানোর জন্য জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ঝিনাইদহ জেলা ছাত্রদলের উদ্যোগে শতাধিক গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরন করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতার অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমেনুজ্জামান সমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক মোঃ তবিবুর রহমান সাগর।
অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মেহেদী হাসান সহ- সভাপতি ঝিনাইদহ জেলা ছাত্রদল, সাহেদুর রহমান সাহেদ সাংগঠনি সম্পাদক ঝিনাইদহ জেলা ছাত্রদল , মাহাবুব আলম মিলু যুগ্ম সম্পাদক সহ ঝিনাইদহ জেলার ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী যেমন চাউল, আটা, আলু,শাবান ও মাক্স বিতরন করা হয়।