মহিপুরে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে কোষ্টগার্ডের খাদ্য সামগ্রী বিতরন
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার নিজামপুরে দিনমজুর,অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে নিজামপুর কোষ্টগার্ড। বৃহাষ্পতিবার দুপুরে ছিন্নমুল মানুষের মাঝে তারা এসব খাদ্যদ্রব্য বিতরন করে।
প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, তৈল, সাবান, লবন ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ৭৫জন হত দরিদ্রদের মাঝে বিতরন করা হয়। শাররীক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরন করে কোষ্টগার্ড সদস্যরা।
এসময় নিজামপুর কেষ্টগার্ডের সিসি মোঃ নাজমুল সিপিও, ও মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল উসলাম সহ কেষ্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।