কুয়াকাটায় দেয়াল চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেয়ালের নিচে চাপা পরে লিমা (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। লিমা কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। সে ওই গ্রামের আলতাফ হোসেন মোল্লা মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, সন্ধ্যার পরে কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের ইসমাইল খলিফার নির্মানাধীণ দেয়ালের পাশে বসে লিমা সহ আরও দুইজন শিশু খেলছিল। এসময় হঠাৎ দেয়াল ভেঙ্গে পরে। অন্যশিশুরা বেচেঁ গেলেও লিমা দেয়ালের নিচে চাপা পরে। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
সংশ্লিষ্ট ওয়র্ডের কাউন্সিলর আশ্রাফ আলী সিকদার জানান, সন্ধার পরে লিমাসহ আরো দুই শিশু একটি পাকের ঘরের নির্মানাধীন দেয়ালের পশে বসে খেলছিলো। এসময় দেয়াল ভেঙ্গে চাপা পরে তার মৃত্যু হয় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে এসেছি। পর্যবেক্ষন করে দেখা হচ্ছে।