রাণীনগরে একশ’জনকে খাদ্য সহায়তা দিলো থানাপুলিশ
প্রকাশিত : ২ এপ্রিল ২০২০
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ নিজ উদ্যোগে একশ’জনকে খাদ্য সহায়তা দিয়েছে। বুধবার দুপুরে থানাচত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান,করোনা ভাইরাস ক্রান্তি লগ্নে যানবাহন চলাচল এবং বিভিন্ন দোকান পাঠ বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবি মানুষরা কর্মহীন হয়ে পরেছে।
তাদের পাশে দ্বাড়াতে এবং খাদ্য সহায়তা দিতে অফিসার ফোর্সদের সহায়তায় উজেলার কর্মহীন ভ্যান চালক, দোকানদার,হতদরিদ্র, অসহায় শ্রমজীবিদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রতিজনকে সাত কেজি চাল,দুই কেজি আলু,এক কেজি ডাল, আধা লিটার তেল,এক কেজি লবন এবং একটি করে সাবান দেয়া হয়।